• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

মুরাদকে গ্রেপ্তারের দাবি রিজভীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০১:৫০ পিএম
মুরাদকে গ্রেপ্তারের দাবি রিজভীর

প্রতিমন্ত্রীর পদ থেকে শুধু সরানো নয়, মুরাদ হাসানকে গ্রেপ্তার করতে হবে বলে দাবি তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, “সে (মুরাদ হাসান) যে অন্যায় কথা বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। তার বিচার করতে হবে, তার শাস্তি দিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্যের পর এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপের অডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

রিজভী আরো বলেন, “আমি মনে করি, সে (মুরাদ হাসান) যে কুরুচিপূর্ণ, অশ্রাব্য কথা বলেছেন তাতে করে সে রাজনীতি করার অযোগ্য। শুধু মন্ত্রিপরিষদ থেকে নয়। তাকে দলের সকল পর্যায়ের পদ বা অবস্থান থেকে সরিয়ে দিতে হবে।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আসাদুল করীম শাহিন, মাশুকুর রহমান মাশুক, নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সুলতানা আহমেদ, ছাত্রদলের আবদুস সাত্তার পাটোয়ারী এসময় উপস্থিত ছিলেন।

Link copied!