• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০২:৪৯ পিএম
নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ল্যান্ডপোর্ট, ট্রানজিট, ওয়াটারওয়ে নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এছাড়া ডেপুটি হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘তাদের সঙ্গে স্থল ও নৌ বন্দর আছে। চট্টগ্রাম ও মোংলা পোর্টে ট্রানজিট ব্যবহার করবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। স্থল বন্দরে সুযোগ-সুবিধা বাড়াতে কী কী কাজ করতে পারি, কী কাজ চলছে সেগুলোও আমরা শেয়ার করলাম। চট্টগ্রাম থেকে ট্রায়াল হয়েছিল সেটি বন্ধ আছে।’’

তিনি আরও বলেন, ‘‘রোডস ও কাস্টমসের বিষয়গুলো আলোচনা হয়েছে, সিদ্ধান্তও হয়ে গেছে। সামনের মাসে হয়তো দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলোর সমাধান হবে। এর বাইরেও এবার আইএমওতে (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) সি-ক্যাটাগরিতে আমরা নির্বাচন করবো।’’ 

সে বিষয়টি আমরা অবহিত করেছি। তারা আমাদের সঙ্গে থাকবেন বলে সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

Link copied!