• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত হচ্ছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০১:৩৯ পিএম
‘দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত হচ্ছে’
ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ বি.১.১.৫২৯ শনাক্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে আমরা অবহিত হয়েছি। এই ভেরিয়েন্টটি অতি এগ্রেসিভ। এ কারণে দেশটির সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে।”
 
জাহিদ মালেক বলেন, “ইতোমধ্যে সকল এয়ারপোর্ট, ল্যান্ড পোর্ট স্কিনিং প্রক্রিয়া আরো জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে সারা দেশে স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরার বিষয়ে জোর তাগিদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা পর্যায়েও নির্দেশনা দেওয়া হচ্ছে।”

এদিকে অন্যান্য দেশ থেকে যারা আসবে তাদের  টিকা দেয়া ও আরটিপিসিআর টেস্ট নেয়ার ব্যাপারেও জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Link copied!