• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

থমথমে বায়তুল মোকাররম এলাকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০২:৫৪ পিএম
থমথমে বায়তুল মোকাররম এলাকা

যেকোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। 

এ সময় পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদাপোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও মসজিদের প্রধান ফটক থেকে আশপাশে অবস্থান নেন। এতে মসজিদের আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের আগে থেকেই মসজিদের সবগুলো ফটক দিয়ে মুসল্লিরা প্রবেশ করেন। 

এদিকে নিরাপত্তাব্যবস্থাকে কেন্দ্র করে নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে এক আনসার সদস্যের সঙ্গে মুসল্লিদের বাগবিতণ্ডা হয়। পরে মুসল্লিরা ধাওয়া দিলে পালিয়ে যান ওই আনসার সদস্য। 

নামাজ শুরুর আগে মসজিদের উত্তরের তিনটি গেটের একটি গেট আনসার সদস্য বন্ধ করতে যান। 

এ সময় নামাজের জন্য সেখানে বসা মুসল্লিরা ঘটনার প্রতিবাদ করে বলেন, “আমরা নামাজ পড়তে এসেছি এখানে, তাহলে গেট কেন বন্ধ করা হচ্ছে।”  

এর জবাবে ওই আনসার সদস্য বলেন, “এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না। মতিঝিল পুলিশের ডিসির নির্দেশে আমি গেট বন্ধ করতে এসেছি।”

এ নিয়ে কিছুক্ষণ বাগবিতণ্ডার পর ওই আনসার সদস্যকে ধাওয়া দেন নামাজের অপেক্ষায় থাকা মুসল্লিরা। পরে ওই আনসার সদস্য ইসলামিক ফাউন্ডেশন ভবনের গেট দিয়ে একটি কক্ষ ঢুকে সেটা বন্ধ করে দেন।  

এ সময় গেটের কাছ থেকে পুলিশ সদস্যরা সরে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। 

শুক্রবার (১৫ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের অদূরে পল্টন মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। মসজিদের উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র‌্যাব ও বিজিবির সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরানা পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

এদিকে এই নিরাপত্তা বলয়ের মধ্যে জুমার নামাজের পর মিছিল করেছেন মুসল্লিরা। পুলিশ তাদের বায়তুল মোকাররম থেকে পল্টনের নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিলেও মুসল্লিরা কাকরাইল মোড়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করেন।

এ প্রসঙ্গে মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।”

পরে মিছিলকারীরা বিজয়নগর, নাইটিংগেল মোড়, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

কুমিল্লায় গত ১৩ অক্টোবর সকালে একটি খবর ছড়ানোর পর চাঁদপুরসহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে সারা দেশেই বিজিবি মোতায়েন রয়েছে। শুক্রবার জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে বায়তুল মোকাররম এলাকাকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

Link copied!