• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

তিতাসের আরও ২ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৮:০৮ পিএম
তিতাসের আরও ২ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

বিভিন্ন দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের আরও দুইজন উপ-ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপ-পরিচালক নুরুল হুদা।  

তারা হলেন- তিতাসের সোনারগাঁওয়ের মেটকি অ্যান্ড ভিজিলেন্স শাখার উপ-ব্যবস্থাপক হাসান আহাম্মদ ও উপ-ব্যবস্থাপক মো. আহম্মদ উল্যাহকে। 

এ সময় জিজ্ঞাসাবাদে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য নেওয়া হয়েছে।

এছাড়া পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরীর সম্পদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় দুদক।

এর আগে সোমবার ও রোববার তিতাসের উপ-ব্যবস্থাপকসহ আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

গত ২৩ আগস্ট পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তাদের ৫ থেকে ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়।

এর আগে একই অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওহাব ও মো. মইনুল ইসলামসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

Link copied!