• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ডেঙ্গুতে রেকর্ড আক্রান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৬:৩১ পিএম
ডেঙ্গুতে রেকর্ড আক্রান্ত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এটিই এ বছর দেশে এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একদিনে নতুন করে ৩২৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট ছয় হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে পাঁচ হাজার ৫১০ জন।

 

এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন মশকনিধন কর্মসূচিসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে। যেসব ভবনে এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব ভবন মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

Link copied!