রাজধানীর চকবাজারে ছিনতাই করে পালানোর সময় কাভার্ড ভ্যান চাপায় জয় (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার (৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
চকবাজার থানা-পুলিশ জানায়, গাড়িচাপায় নিহত তরুণ ছিনতাইকারী দলের সদস্য ছিলেন। তার লাশ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার জানান, চকবাজারের উর্দু রোডে ছিনতাই করে পালানোর সময় জয় নামের এক তরুণ কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মারা যান।
নিহত জয়ের নামে থানায় আগে থেকেই মামলা ছিল বলে জানান কবির হোসেন।