• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

চাকরির খোঁজে এসে গাড়িচাপায় তরুণ নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ১২:৪৪ পিএম
চাকরির খোঁজে এসে গাড়িচাপায় তরুণ নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকার সড়কে গাড়িচাপায় নিহত হয়েছেন রাহিমুল কবির (২০) নামের এক তরুণ। তিনি চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত রাহিমুল কবির কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছয়তির গ্রামের লুৎফুল কবিরের ছেলে।

পুলিশ জানায়, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় গুরুতর আহত হয়ে সড়কে পড়ে ছিলেন রাহিমুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, রাহিমুলের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে তার নাম-পরিচয় জানা যায়। 

রাহিমুলের চাচা শামসুল হক জানান, গত শুক্রবার গ্রাম থেকে ঢাকায় আসেন রাহিমুল। তিনি চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন।

Link copied!