• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনায় আক্রান্ত ২৩১ রাশিয়ান কর্মী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:০১ পিএম
করোনায় আক্রান্ত ২৩১ রাশিয়ান কর্মী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ২৩১ জন রাশিয়ান কর্মী। তাদের মধ্যে ১৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেডিকেল অ্যাডভাইজার (রাশিয়ান ডেস্ক) ডা. মো. ফখরুল ইসলাম।

ডা. মো. ফখরুল ইসলাম জানান, আক্রান্ত ১৪৪ জনকে দেশের বিভিন্ন জেলায় ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের ফুসফুসের ৭০ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও ৩ জনের শ্বাসকষ্ট ছিল। তবে চিকিৎসাধীন বাকিদের অবস্থা এখন স্থিতিশীল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের করোনা আক্রান্ত রাশিয়ান কর্মীদের মধ্যে ৪৬ জন রাজশাহী সিডিএম হাসপাতালে, ৩৫ জন ঈশ্বরদীর নিউ গ্রিন সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ৪৫ জন রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২২ জন রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রকল্প সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রায় ৩ হাজার ৬০০ জন রাশিয়ান কর্মী কাজ করেন। এদের মধ্যে এক হাজার ৩০০ জনকে ইতোমধ্যে রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকা দেওয়া হয়েছে।

Link copied!