• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

আফ্রিকার সাত দেশ থেকে এলে নিজ খরচে কোয়ারেন্টিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ১০:২৪ এএম
আফ্রিকার সাত দেশ থেকে এলে নিজ খরচে কোয়ারেন্টিন

আফ্রিকার ৭ দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাকে নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে এ বিধিনিষেধ জারি করে নতুন আরও কিছু নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে ভ্রমণসংক্রান্ত এ নির্দেশনা জারি করে বিজ্ঞপ্তি দেয় বেবিচক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসতে হলে যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয়।

দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, জিম্বাবুয়ে ও লেসোথো—এই সাত দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাকে নিজ খরচে বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। উড়োজাহাজে ওঠার আগেই কোয়ারেন্টিনে থাকার জন্য সরকার নির্ধারিত হোটেল নির্বাচন করতে হবে।

এছাড়া বাংলাদেশে এসে কোয়ারেন্টিনে থাকার সময়ে যাত্রীকে সাত দিন পর একবার এবং ১৪ দিন পর দ্বিতীয়বার করোনার পরীক্ষা করা হবে। এ দুইবারের করোনা পরীক্ষার খরচ যাত্রীকেই বহন করতে হবে। এ নির্দেশনা শনিবার (৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। 

Link copied!