• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আতশকাচের অন্ধকার


সঞ্চারী গোস্বামী
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:৪৪ পিএম
আতশকাচের অন্ধকার

একটা আতশকাচ দিয়ে 
ধুলোবালি যা যা কিছু দেখা যেতে পারে
সে সব‌ই দেখতে দেখতে হাঁটছিলাম রাস্তা দিয়ে;
সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসগুলি দেখতে গিয়ে
বড়সড় সবকিছুর দিকে ভালো করে নজর‌ই করলাম না!
আমার চোখের সামনে থেকে
লোপাট হয়ে গেল গোটা গোটা শস্যক্ষেত,
বেমালুম হারিয়ে গেল নদী-পাহাড়-অরণ্যগুলো,
বিক্রি হয়ে গেল আমার ভূখণ্ড, আমার দেশ—
পৃথিবী—

আতশকাচ থেকে চোখ সরিয়ে বেশ বুঝলাম,
ছোট জিনিসকে বড় দেখতে চাওয়া
একটা বিলাসিতা।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!