• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৪ রজব ১৪৪৬

প্রখ্যাত চিত্রশিল্পী জুনায়েদ আমিন মানীর একক চিত্র প্রদর্শনী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৩:২৪ পিএম
প্রখ্যাত চিত্রশিল্পী জুনায়েদ আমিন মানীর একক চিত্র প্রদর্শনী
চিত্র প্রদর্শনী। ছবি : সংগৃহীত

ঢাকার প্রখ্যাত চিত্রশিল্পী জুনায়েদ আমিন মানীর একক চিত্র প্রদর্শনী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আদি ঢাকার ঐতিহ্য তুলে ধরার প্রভাবকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা কেন্দ্রের সুবর্ণ মঞ্চে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন ইতিহাসবিদ, গবেষক মাওলা বখ্শ সরদার মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা উপদেষ্টা হাশেম সূফী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আদি ঢাকার শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকরা।

হাশেম সূফী তার বক্তব্যে বলেন, “আদি ঢাকার সৌন্দর্য ও ঐতিহ্য সংরক্ষণে জুনায়েদ আমিন মানীর এই শিল্পকর্ম ও প্রদর্শনী একটি মাইলফলক হয়ে থাকবে।”

প্রদর্শনীতে ৩৩টি চিত্রকর্ম প্রদর্শিত হয়, যেখানে ঢাকার মুক্তিযুদ্ধ, স্থাপনা, প্রকৃতির নান্দনিক রূপ ও ঐতিহ্যবাহী জীবনযাত্রার আবেগময় প্রতিচ্ছবি দেখা গেছে।

জুনায়েদ আমিন মানি বলেন, “ডুডল আর্টের মাধ্যমে আমার চিত্রে তুলে ধরা ছিল হৃদয়ের প্রয়াস। যারা এসেছেন এবং এই শহরের ঐতিহ্যকে ভালোবেসেছেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।”

জুনায়েদ আমিন মানী মোবাইলে ডুডল অ্যাপসে ছবি এঁকে শিল্পকলা একাডেমিতে শতাধিক ছবির একক চিত্র প্রদর্শনী করেন। এ ধরনের মোবাইলে আঙ্গুলে ছোঁয়ায় আঁকা চিত্র প্রদর্শনী বাংলাদেশে প্রথম বলে বিশিষ্টজনরা ভূয়সী প্রশংসা করেন এবং ছোট ছোট ছাত্র-ছাত্রীদের গেমসের বদলে মোবাইলে ছবি আঁকার বিষয়ে অনুপ্রেরণার ওপর গুরত্বারোপ করেন।

প্রদর্শনীটি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। 
 

Link copied!