• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

২১১ কেজি টুনা মাছ বিক্রি হলো দেড় লাখ ডলারে!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ১১:১০ এএম
২১১ কেজি টুনা মাছ বিক্রি হলো দেড় লাখ ডলারে!

বড় মাছ বেশি দামে বিক্রির ঘটনাটি নতুন নয়। তবে প্রতিনিয়তই দামের লাগাম ছাড়িয়ে যাওয়ার ঘটনা সত্যিই অবাক করে। এবার জাপানের টোকিওর পাইকারি বাজার টোয়োসুতে শহরে নিলামে বিক্রি হয়েছে একটি টুনা মাছ। মাছটির ওজন ২১১ কেজি। যার মূল্য নিলামে উঠেছে ১৬.৮৮ মিলিয়ন ইয়েন (১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার)!

দ্য মাইনিচি প্রতিবেদনে জানা যায়, বুধবার (৫ জানুয়ারি) জাপানের টোকিওর পাইকারি বাজারে প্রথম নিলাম অনুষ্ঠিত হয়। সেখানেই চড়া দামে বিক্রি হয়েছে বিশাল আকারের নীল পাখনাওয়ালা টুনা মাছ। জাপানের উত্তরাঞ্চলীয় শহর ওমা থেকে মাছটি ধরা হয়। নিলামে মাছটির প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৮০ হাজার ইয়েন বা প্রায় ৬৯০ মার্কিন ডলার।

চড়া দামে মাছটি কিনেও নিয়েছেন এক ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিক। প্রতিবেদনে জানায়, পাইকারি ব্যবসায়ী ইয়ামাউকি এবং রেস্তোরাঁ চেইন ওনোদেরা গ্রুপ যৌথভাবে নিলামে সর্বোচ্চ মূল্যের মাছটি কিনে নিয়েছে। 

ওনোদেরা ফুড সার্ভিসের প্রেসিডেন্ট শিনজি নাগাও জানান, করোনাভাইরাসের কারণে ব্যবসার ক্ষতি পুষিয়ে নিতেই তারা মাছটি কিনে নিয়েছেন। রেস্তোরাঁ ব্যবসা চাঙা করতে এই মাছ হতে পারে বিশেষ আকর্ষণ।

Link copied!