• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

ভেঙে দেওয়া হলো ১৮৫ বছরের পুরোনো মসজিদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০১:২২ পিএম
ভেঙে দেওয়া হলো ১৮৫ বছরের পুরোনো মসজিদ

ভারতের উত্তর প্রদেশে প্রায় ১৮৫ বছরের পুরোনো একটি মসজিদের একাংশ ভেঙে দেওয়া হয়েছে। প্রদেশের ফতেহপুর জেলায় অবস্থিত এই মসজিদটির নাম নূরি জামে মসজিদ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে মসজিদটির একটি অংশ ভেঙে দেয় স্থানীয় কর্তৃপক্ষ।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের দাবি, মসজিদের এই অংশটি বান্দা-বাহরাইচ হাইওয়ের অংশে অবৈধভাবে করা হয়েছিল।

জেলা প্রশাসনের দাবি, মসজিদের ভেঙে ফেলা অংশটি বেআইনি ছিল। সড়কের ওপর মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও সেই অংশ ভাঙেনি কমিটি। তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়েছে।

এদিকে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) দাবি করেছে, তারা গত ১৭ আগস্ট তাদের ‘অবৈধ নির্মাণের’ কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল।

অতিরিক্ত জেলা প্রশাসক অবিনাশ ত্রিপাঠির দাবি, মসজিদের যে অংশ ভেঙে দেওয়া হয়েছে, তা তৈরি হয়েছিল তিন বছর আগে।

Link copied!