• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

জিন্স বেশিদিন ভালো রাখতে চান? রইল টিপস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০৪:৪২ পিএম
জিন্স বেশিদিন ভালো রাখতে চান? রইল টিপস

নারী-পুরুষ সকলের প্রিয় পোশাক জিন্স। স্বাচ্ছন্দ্য ছাড়াও জিন্‌স পরার আরও একটি সুবিধা হলো, অল্প যত্নেই ভালো থাকে এটি। অনেকেই একই জিন্স পর পর দুই তিনদিন পরেন। তবে অন্যান্য কাপড়ের মতো জিন্স ধোয়ারও কিন্তু কিছু নিয়ম রয়েছে। সেগুলো মেনে না চললে অল্প দিনেই রং উঠে যেতে পারে জিন্সের। চলুন জেনে নেওয়া যাক-

  • জামাকাপড় বেশি নোংরা হলে অনেক সময়েই গরম পানিতে কাচা হয়। ডেনিমের ক্ষেত্রে কিন্তু সেই ভুল করা যাবে না। ডেনিম সবসময় ঠান্ডা পানিতে কাচতে হয়। তা হলেই রং টিকবে।
  • ডেনিম সব সময় উল্টো করে কাচতে হবে। এতে রং ফিকে হবে না। ডেনিম হাতে ধুলেই ভালো। ওয়াশিং মেশিনে কাচলে খারাপ হবে তাড়াতাড়ি।
  • কাচাকুচির পর জিন্স নিংড়ানো ঠিক নয়। বরং টানটান করে পানি ঝরাতে মেলে দিন। খানিকক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন। রং টেকসই করে রাখতে উল্টো করে রোদে শুকোতে দিন।
Link copied!