• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

চুল পড়া রোধে জাদুকরি ফল পাবেন নিমপাতায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০২:০০ পিএম
চুল পড়া রোধে জাদুকরি ফল পাবেন নিমপাতায়

চুল পড়া একটি সাধারণ সমস্যা। বেশির ভাগ মানুষকেই এই সমস্যা কাটানোর জন্য নানা রকম উপায় অবলম্বন করতে হয়। আজ জেনে নেব তেমনই একটি কার্যকর উপায়। নিমের প্যাক বানিয়ে নিয়মিত ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমে যাবে।

যেভাবে বানাবেন

  • মধু ও নিমপাতার রস মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করুন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে চুল হবে ঝলমলে।
  • এক চা-চামচ আমলকীর রস, এক চা-চামচ নিমপাতার রস, এক চা-চামচ লেবুর রস, প্রয়োজন অনুযায়ী টক দই মিশিয়ে সপ্তাহে ২ দিন চুলে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করার পর শ্যাম্পু করুন।
  • নিমপাতা ভালো করে বেটে চুলে লাগাতে পারেন। ১ ঘণ্টা পর ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন করে ব্যবহার করুন। চুল পড়া কমার সঙ্গে সঙ্গে চুল নরম ও কোমল হবে।
Link copied!