• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

শহীদ মিনারে যেতে যে বিষয়গুলো খেয়াল রাখবেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৯:৫৯ পিএম
শহীদ মিনারে যেতে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
ফাইল ছবি

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলার মানুষের জন্য শোকের দিন। ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গনে ভিড় করেন নারী পুরুষসহ সর্বস্তরের মানুষ। শোকের এই দিনটি প্রতি বছরই যথা নিয়মে পালন করা হয়। এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যে প্রস্তুত হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। ভোর থেকেই দল বেধে শুরু হবে শ্রদ্ধা জানানোর পালা। শোকের এই দিনটিতে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।

ভোরে ছোট-বড় সবাই সাদা কালো পোশাক গায়ে জড়িয়ে হাজির হবে শহীদ মিনারের প্রভাতফেরিতে। এই সময় অতিরিক্ত ভিড় থাকে। তাই আরামদায়ক হালকা পোশাক নির্বাচন করুন।

শহীদ মিনারে যাওয়ার সময় কাঁধে ব্যাগ নিন। একটু বড় ব্যাগ হলে ভালো হয়। এতে প্রয়োজনীয় সবকিছু নিয়ে নেবেন। পানির বোতল, সানগ্লাস অবশ্যই নেবেন। এছাড়া শহীদ মিনারে প্রবেশের সময় খালি পায়ে যেতে হয়। তাই জুতা খুলে ব্যাগে নিয়ে নিতে পারেন।

পরিবার কিংবা বন্ধুরা একসঙ্গে গেলে সবাই হাত ধরে থাকার চেষ্টা করুন। এতে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না।

শহীদ মিনারে প্রবেশের পর ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর দ্রুত ওই স্থান ত্যাগ করুন। অন্যদেরও ফুল দেওয়ার সুযোগ দিন।

Link copied!