ছুটির দিন এলেই ইচ্ছা করে মুখের স্বাদ বদল করতে। সারা সপ্তাহজুড়ে তো ঘরের খাবার খাওয়া হয়-ই। তাই ভোজনপ্রেমীরা যেন মুখিয়ে থাকেন দিনটিতে পছন্দের রেস্তোরাঁয় বসে কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করার জন্য। যারা ঢাকা শহরের বিভিন্ন রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতে চান কিন্তু জানা নেই কোন জায়গায় গেলে কেমন খাবার খাওয়া যাবে। তাদের জন্য রইল উপায়-
- ঝিগাতলার সুনামী রেস্তোরাঁর কাচ্চি বিরিয়ানি, গাউছিয়া হোটলের গ্রিল
- খিলগাঁর ভোলা ভাই বিরিয়ানি এর গরুর চাপ এবং মুক্তা বিরিয়ানি এর গরুর চাপ, খাসীর চাপ এবং ফুল কবুতর
- মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝীলের ভূনা খিচুড়ি
- হোটেল আল-রাজ্জাকের কাচ্চি, গ্লাসি
- লালমাটিয়ার স্বাদ এর তেহারি
- নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসির লেকুশ, চিংড়ি ,ফালুদা
- নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে ৭০টি আইটেমের বুফে
- হাতিরপুল মোড়ে হেরিটেজ এর শর্মা
- মিডফোর্ড রোডে বেচারাম দেউরীতে অবস্হিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও
- শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরার গ্রিল চিকেন
- মোহাম্মদপুর জেনেভা/বিহারী ক্যাম্পের গরু ও খাসির চাপ
- মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনের বিহারি ক্যাম্পের "মান্জারের পুরি"
- চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানি
- মিরপুর-১০-এর শওকতের কাবাব
- নারিন্দার শাহ সাহেবের ঝুনার বিরিয়ানি
- ইংলিশ রোডের মানিকের নাস্তা
- গুলশানের কস্তুরির শর্মা
- সোবহানবাগের প্রিন্স রেস্টুরেন্ট এর কাকড়া
- সাইন্স-ল্যাবের ছায়ানীড়ের গ্রিল-চিকেন
- নাজিরা বাজারের হাজীর বিরিয়ানি
- জেলখানা গেটের পাশে হোটেল নিরবের ব্রেন ফ্রাই
- নয়া বাজারের করিমের বিরিয়ানি
- হাজি বিরিয়ানির উল্টা দিকের হানিফের বিরিয়ানি
- লালবাগের ভাটের মসজিদের কাবাব বন
- বংশালের শমসের আলীর ভুনা খিচুড়ি
- খিলগাঁও বাজারের বিপরীত পাশে আল রহমানিয়ার গ্রিল চিকেন আর তেহারি
- মতিঝিল সিটি সেন্টারের বালুর মাঠের মামার খিচুড়ি
- চানখারপুলের নীরব হোটেলের ভুনা গরু আর ভর্তার সাথে ভাত
- ধানমন্ডি লায়লাতির খাসির ভুনা খিচুড়ি
- হোসনী দালান রোডে রাতের বেলার পরোটা আর কলিজা ভাজি
- নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার
- পুরানা পল্টনে খানা-বাসমতির চাইনিজ প্যাকেজ
- বনানীর বুমারস রেস্টুরেন্টের বুফে প্যাকেজ
- ধানমন্ডির কড়াই গোশত এর ইলিশ সস
- গুলশান ২ এর খাজানার মাটন দম বিরিয়ানি এবং হাইদ্রাবাদি বিরিয়ানি
- উত্তরার একুশে রেস্তোরার গ্রীল চিকেন
- ধানমন্ডি/বনানীর স্টার হোটেলের কাচ্চি এবং কাবাব
- মৌচাকের স্বাদ রেস্তোরাঁর ভাত আর অনেক রকমের ভর্তা
- সাইন্স ল্যাবে মালঞ্চ রেস্তোরার কাচ্চি বিরিয়ানি, রেশমী কাবাব
- সুবহানবাগের তেহারি ঘর এর তেহারি-ভুনা খিচুড়ি
- ভূত এর কাঁকড়া, সিজলিং, সূপ
- মিরপুর ঝুট পট্টির রাব্বানির চা
- চকের নূরানি ড্রিংস এর লাচ্ছি
- চকের বিসমিল্লাহ হোটেলের মোঘলাই পরটা
- সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনের মামার আলুর দম।
- সোহরাওয়ার্দী কলেজের সামনে জসিমের চটপটি ও ফুচকা।
- বাংলাবাজারে চৌরঙ্গী হোটেলের সকালের নাস্তা।
- শাঁখারীবাজারে অমূল্য মিষ্টান্ন ভান্ডারের হালুয়া,পরোটা, সন্দেশ।
- গোপীবাগের খাজা হালিম ও টিটির কাচ্চি
- বাসাবোর হোটেল রাসেলের শিককাবাব
- বায়তুল মোকাররমে অলিম্পিয়া কনফেকশনারির চকোলেট পেস্টি
- কর্নফুলি গার্ডেন সিটির চার তালার ফুচকা
- কাঁটাবন ঢালে অষ্টব্যঞ্জনের বিফ খিচুড়ি
- পল্টনের নোয়াখালী হোটেলের গরুর কালো ভুনা
- ডিসেন্ট এর ডেজার্ট আইটেম।
- বাংলাবাজারের বিউটি বোডিং এ দুপুরের খাবার।