ভারত-পাকিস্তান উত্তেজনায় যে পক্ষ নিল রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৭:১৭ পিএম
ভারত-পাকিস্তান উত্তেজনায় যে পক্ষ নিল রাশিয়া

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রোববার (৪ মে) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেন।

সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাওয়ে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে।

রাশিয়া বলেছে, যদি উভয় পক্ষ সম্মত হয়, তাহলে তারা রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ করতে প্রস্তুত।

এর আগে ল্যাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও ফোনে কথা বলেন এবং দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ মেটাতে আহ্বান জানান। 

Link copied!