পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছেন? জেনে রাখুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৯:২২ পিএম
পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছেন? জেনে রাখুন
ছবি: সংগৃহীত

হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। হজ একটি পূর্ণাঙ্গ ইবাদত। যা শুধু আর্থিক সামর্থ্য নয়, মানসিক ও শারীরিক প্রস্তুতিও দাবি করে। হজ পালনের আগে যথাযথ প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

প্রথম প্রস্তুতি
হজ আল্লাহর সন্তুষ্টির জন্য একটি আত্মত্যাগমূলক ইবাদত। এজন্য আত্মিক ও মানসিকভাবে প্রস্তুত হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিয়ত বিশুদ্ধ করুন
হজের উদ্দেশ্য যেন কেবল আল্লাহর সন্তুষ্টি হয়, তা নিশ্চিত করুন।
তওবা ও ইস্তেগফার
হজের আগে আল্লাহর কাছে সব গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সংশোধনের দৃঢ় অঙ্গীকার করুন।
ইবাদতের অভ্যাস গড়ে তুলুন
পাঁচ ওয়াক্ত নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও জিকিরের মাধ্যমে আত্মিক পরিবেশ তৈরি করুন।

ধর্মীয় জ্ঞান অর্জন
হজের প্রতিটি আমল নির্দিষ্ট নিয়মে সম্পাদিত হয়। সঠিকভাবে হজ পালনের জন্য এসব বিষয় সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।

হজের ফরজ ও সুন্নতগুলো শিখুন
ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফার ময়দানে অবস্থান, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা নিন।

প্রশিক্ষণ নিন
সরকারের বা হজ মিশনের পক্ষ থেকে হজ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করুন।

দোয়াগুলো মুখস্থ করুন
আরবি দোয়া ও তাদের অর্থ বুঝে পড়ার চর্চা করুন।

শারীরিক প্রস্তুতি
হজের সময় প্রচুর হাঁটা, রোদ ও ভিড়ের মুখোমুখি হতে হয়। এজন্য সুস্থ ও সবল শরীর অপরিহার্য।

নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন
দৈনিক ৩০-৪৫ মিনিট হাঁটার অভ্যাস তৈরি করুন, যাতে হজের সময় দূরত্ব অতিক্রমে সমস্যা না হয়।

ডাক্তারের পরামর্শ নিন
শরীরে কোনো অসুস্থতা থাকলে আগেই চিকিৎসা নিন। প্রয়োজন হলে নিয়মিত ওষুধ ও প্রেসক্রিপশন সাথে রাখুন।

ভ্যাকসিন গ্রহণ করুন
মেনিনজাইটিস, ইনফ্লুয়েঞ্জা ও কোভিডসহ হজে প্রয়োজনীয় ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করুন।

আর্থিক প্রস্তুতি
হজ একটি ব্যয়বহুল ইবাদত। তাই আর্থিক পরিকল্পনা আগেভাগে করা বুদ্ধিমানের কাজ।

ব্যাংক বা হজ এজেন্সির মাধ্যমে বুকিং সম্পন্ন করুন। সরকার বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে হজের খরচ জমা দিন এবং সমস্ত কাগজপত্র সংগ্রহ করুন। অতিরিক্ত খরচের জন্য প্রস্তুত থাকুন। জরুরি চিকিৎসা, খাবার বা অন্যান্য খরচের জন্য কিছু অতিরিক্ত টাকা সঙ্গে রাখুন। ঋণমুক্ত থাকা শ্রেয়। হজে যাওয়ার আগে ঋণ শোধ করে যান যাতে মনোসংযোগে বিঘ্ন না ঘটে।

প্রয়োজনীয় কাগজপত্র-জিনিসপত্র প্রস্তুত

হজের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও জিনিস সঠিকভাবে সংগঠিত থাকা জরুরি। বৈধ পাসপোর্ট ও হজ ভিসা নিশ্চিত করুন এবং কপি রাখুন। স্বাস্থ্য সনদ ও ভ্যাকসিন কার্ড ভ্রমণের সময় প্রয়োজন হতে পারে। ইহরামের কাপড় (পুরুষদের জন্য ২ টুকরা কাপড়, মহিলাদের জন্য আরামদায়ক পোষাক) নিন। হ্যান্ড ব্যাগে টিস্যু, স্যানিটাইজার, সানগ্লাস, ছাতা, ওষুধ, মিনারেল ওয়াটার, খাবার স্যালাইন ইত্যাদি রাখুন।

পরিবার ও সামাজিক প্রস্তুতি
হজে যাওয়ার সময় পরিবারের সদস্যদের জন্যও প্রস্তুতি জরুরি। পরিবারকে জানিয়ে রাখুন কতদিনের জন্য যাচ্ছেন। জরুরি যোগাযোগ নম্বর দিয়ে যান। দায়িত্ব হস্তান্তর করুন। আপনার অনুপস্থিতিতে পরিবার, ব্যবসা বা চাকরির দায়িত্ব কাকে দেবেন তা ঠিক করে যান। ঋণ, পাওনা বা আমানতের হিসাব পরিষ্কার করুন।

দোয়া ও আত্মনিয়ন্ত্রণের অভ্যাস করুন

হজের সময় ধৈর্য ও নিয়ন্ত্রণের পরীক্ষা নিতে পারে আল্লাহ। এজন্য ধৈর্য ও সহনশীলতা চর্চা করুন। সব ধরনের ঝগড়া-বিবাদ, রাগ, অহংকার থেকে নিজেকে বিরত রাখার অনুশীলন করুন। ভবিষ্যতের জন্য নেক দোয়ার তালিকা তৈরি করুন। যাতে আরাফার ময়দানে গুরুত্বপূর্ণ সময়গুলো কাজে লাগে।

মনে রাখবেন, পবিত্র হজ করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হজ পালন করলে তা কবুল হবে না। তাই সঠিকভাবে সব জেনে হজ পালনের উদ্দেশ্যে রওনা দিন।

Link copied!