১১৭ দিন পর দেশে ফিরছেন খালেদা জিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ১০:০৯ পিএম
১১৭ দিন পর দেশে ফিরছেন খালেদা জিয়া

১১৭ দিনের লন্ডন সফর শেষ করে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। রোববার (৪ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত। ছাত্রদল অবস্থান করবে লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান করবে কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত। ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত। মুক্তিযোদ্ধা দলসহ সব পেশাজীবী সংগঠন অবস্থান করবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত। মহিলা দল অবস্থান করবে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবেন। আর বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যার যার সুবিধামতো স্থানে অবস্থান নেবেন।

যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে মঙ্গলবার রাজধানীজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। নগরবাসীকে এদিন কিছু রাস্তা এড়িয়ে চলতেও নির্দেশনা দিয়েছে পুলিশ। এমন পরিস্থিতিতে সকালে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

তবে বিষয়টি নিয়ে ঢাকা বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। বোর্ডের কর্তারা ডিএমপির ট্র্যাফিক বিভাগের ওপর ভরসা করে আছেন। আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডিএমপির ট্র্যাফিক বিভাগ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে রেখে বাসা থেকে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান/বনানী হতে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে নিচের রাস্তাগুলো ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

  •  আব্দুল্লাপুর কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা।
  • ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা।
  • উত্তরা ও মিরপুরের নাগরিকরা এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২ নম্বর সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন- উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নম্বর সেক্টর-পঞ্চবটী হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করা।
  • গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্ট/উত্তরা যেতে পারবেন।
  • মহাখালী বাস টার্মিনাল হয়ে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারবে।
  • এয়ারপোর্ট/৩০০ ফিট রাস্তা হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলা যানবাহন বনানী/কাকলী র্যাম্পের পরিবর্তে মহাখালী র্যাম্প/এফডিসি র্যাম্প ব্যবহার করতে পারবে।
  • ঢাকা সেনানিবাসের রাস্তায় (জিয়া কলোনি/জাহাঙ্গীর গেইট/সৈনিক ক্লাব/স্টাফ রোড) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু হালকা যানবাহন চলতে পারবে।
  • এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিক্শা ও মটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধ করে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলতে পারবে। ওভার স্পিড ও লেইন পরিবর্তন ঠেকাতে এক্সপ্রেসওয়েতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকবে।
  • বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর পথে চলা ট্রেন ব্যবহার করা যাবে। করা হলো। ডিএমপির অনুরোধে সকল আন্তঃনগর ট্রেন মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী নেবে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে।
  • হজযাত্রীসহ বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে এবং ওই এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হতে হবে।
  • মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
  • খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা কাউকে ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার অনুরোধ।
  • অভ্যর্থনা জানাতে আসা কেউ ব্যক্তিগণ যানবাহন খালেদা জিয়ার গাড়ি বহরে যুক্ত হতে পারবে না।
  • অভ্যর্থনা জানাতে আসা কেউ মোটরসাইকেল নিয়ে কোনোক্রমেই গুলশান/বনানী হতে এয়ারপোর্ট পর্যন্ত অবস্থান করতে পারবেন না বা মটরসাইকেল নিয়ে লোকজনের মধ্যে চলতে পারবেন না। তবে ওই রাস্তা দিয়ে (জনসমাগম না হলে) সাধারণ বাহনের সঙ্গে মোটরসাইকেল চলতে পারবে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে ভর্তি করা হয়। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে তাকে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়। অবশেষে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!