• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

গরমের ফ্যাশন ট্রেন্ড ২০২৫: আরাম-স্টাইলের সমন্বয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৮:৫৬ পিএম
গরমের ফ্যাশন ট্রেন্ড ২০২৫: আরাম-স্টাইলের সমন্বয়
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালের ফ্যাশন মানেই এমন পোশাক ও স্টাইল, যা একদিকে যেমন হালকা ও আরামদায়ক, অন্যদিকে ট্রেন্ডিও বটে। ২০২৫ সালের গ্রীষ্মে ফ্যাশনের জগতে কিছু নতুন ধারা চোখে পড়ছে। আবার পুরনো কিছু স্টাইল ফিরেও আসছে নতুন রূপে। এই গরমে কী ধরনের পোশাক, রং, কাপড়, এবং আনুষঙ্গিক স্টাইল জনপ্রিয়তা পাচ্ছে, চলুন জেনে নেই।

হালকা ও প্রাকৃতিক ফ্যাব্রিক
গরমের ফ্যাশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কাপড়ের ধরণ। আরামদায়ক এবং ত্বক-বান্ধব কাপড় এই সময়ে সবচেয়ে উপযোগী। যেমন_সুতির কাপড় ঘাম শুষে নেয় ও বাতাস চলাচলের সুযোগ দেয়। লিনেন কাপড় দেখতে স্টাইলিশ, আরামদায়ক এবং হালকা। মুলমুল ও খাদি কাপড় নরম ও পরিবেশবান্ধব, যারা ন্যাচারাল লুক পছন্দ করেন তাদের জন্য আদর্শ। ভিসকস ও রেয়ন কাপড়  সহজে প্রিন্ট হয়, দেখতে সুন্দর এবং পরতে আরামদায়ক। এসব ফ্যাব্রিকে শর্টস, কুর্তি, টপস, পালাজ্জো কিংবা ঢিলেঢালা প্যান্ট সহজেই বানানো যায়, যা গরমে খুবই উপযোগী।

রঙের প্রাধান্য
গরমের সময় হালকা ও ঠান্ডা রঙের পোশাক পরা স্বস্তিদায়ক হয়। এ বছর কিছু নির্দিষ্ট রঙ বেশ ট্রেন্ডে রয়েছে। লাইট ব্লু, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, লেমন ইয়েলো, অফ-হোয়াইট, ক্রিম, বেইজ, হালকা বাদামি, টেরাকোটা, অলিভ গ্রীন রঙের পোশাক পরা যাবে। আবার একই রঙের বিভিন্ন শেডের পোশাক পরার প্রবণতাও বাড়ছে। গাঢ় রঙের পরিবর্তে নরম রঙ বেছে নেওয়াই এই সময়ের ট্রেন্ড। যা রোদে হাঁটলেও চোখে আরামদায়ক লাগে।

ঢিলেঢালা ও ফ্লোই স্টাইল
ফিটেড পোশাক গরমে অস্বস্তিকর হয়ে ওঠে। তাই এই সময়ের ফ্যাশনে "লোস ফিট" বা "ওভারসাইজ" ট্রেন্ড দারুণ জনপ্রিয়। বক্সি শার্ট ছেলেমেয়ে উভয়ের জন্যই ট্রেন্ডি, পাফ স্লিভস টপস মেয়েদের মাঝে খুব চলছে। ম্যাক্সি ড্রেস ও কিমোনো স্টাইল আরামদায়ক ও স্টাইলিশ হয়। আবার পালাজ্জো ও কুলটস বাতাস চলাচলে সহায়তা করে এবং হালকা ফ্যাশনেবল লুক দেয়। এসব কাপড়ের অতিরিক্ত গরমেও ঘাম কম হয়, আর অস্বস্তি কম লাগে।

ফ্যাশনেবল প্রিন্ট ও মোটিফ

এই গ্রীষ্মে বিভিন্ন ধরণের প্রিন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যেমন_ফ্লোরাল প্রিন্ট চিরাচরিত গরমের প্রিয়, রঙিন ফুলের নকশা চোখে শান্তি দেয়। টাই অ্যান্ড ডাই পুরোনো স্টাইল নতুন করে ফিরে এসেছে। জিওমেট্রিক ও ম্যান্ডালা প্রিন্ট:ল হালকা রঙে দারুণ মানায়।

আনুষঙ্গিক ফ্যাশন
গরমে শুধু পোশাক নয়, আনুষঙ্গিক স্টাইলেও পরিবর্তন আনা দরকার। রোদের তাপ থেকে চোখকে রক্ষা করতে সানগ্লাসের ব্যবহার বেড়েছে। সেই সঙ্গে ক্যাপ বা ওয়াইড-ব্রিম হ্যাট, ক্যানভাস বা জুট ব্যাগ, কাপড়ের স্ক্রাঞ্চি বা হেয়ারব্যান্ডের ব্যবহারও বেড়েছে।

জুতা ও পায়ের আরাম
গরমে বন্ধ জুতা বা সিনথেটিক স্যান্ডেল না পরে খোলা, শ্বাসপ্রশ্বাসযোগ্য জুতা ব্যবহার করাই ভালো। 
স্লিপ-অন স্যান্ডেল, ক্রস স্ট্র্যাপ ফ্ল্যাটস, ক্যানভাস স্নিকার, একদম হালকা ওয়েট ফ্লিপ-ফ্লপস পরলে  আরাম অনুভব হয়।

Link copied!