• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

১০ মিনিটে রান্নাঘরের চিমনি পরিষ্কার করুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৭:৪৫ পিএম
১০ মিনিটে রান্নাঘরের চিমনি পরিষ্কার করুন
ছবি: সংগৃহীত

রান্নাঘরকে পরিষ্কার রাখতে এখন আধুনিক কিচেনে চিমনির ব্যবহার হয়। রান্না করার সময় তেল, ধোঁয়া  চিমনিতে জমা হয়। তাই কিছুদিন পরপরই চিমনি ময়লা হয়। চিমনি অতিরিক্ত ময়লা হলে তা পরিষ্কার করা ঝামেলার মনে হয়। তাই অনেকেই তা দীর্ঘদিন পরিষ্কার না করেই ব্যবহার করতে থাকেন। এতে চিমনির কার্যকারিতা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। সপ্তাহে অন্তত একবার চিমনির বাহ্যিক অংশ মুছে ফেলুন।  বেশি দিন জমে থাকলে তেল শক্ত হয়ে যায় ও পরিষ্কার করা কঠিন হয়। তাই সহজ উপায়ে চিমনি পরিষ্কার করার উপায় জানুন।  মাত্র ১০ মিনিটে চিমনির তেল ময়লা পরিষ্কার করা যাবে। চলুন জেনে নেই, চিমনি পরিষ্কারের উপায়গুলো কী কী_

গরম পানি ও ভিনেগার–

একটি বড় পাত্রে গরম পানি নিন। এতে আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। একটি স্পঞ্জ বা কাপড় ওই মিশ্রণে ভিজিয়ে তেলের অংশটি ঘষে পরিষ্কার করুন। সহজেই পরিষ্কার হয়ে যাবে।

বেকিং সোডা ব্যবহার

বেকিং সোডা চিমনির তেল ও দাগ পরিষ্কারে খুব কার্যকর। ২ চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য পানি  মিশিয়ে পেস্ট তৈরি করুন।  এটি চিমনি তেলযুক্ত জায়গায় লাগিয়ে স্ক্রাবার দিয়ে ঘষে নিন। এরপর গরম পানি দিয়ে মুছে ফেলুন।

লিকুইড ডিশ সোপ ও লেবুর রস

১ চামচ লিকুইড ডিশওয়াশার ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন।  এই মিশ্রণ একটি স্পঞ্জে নিয়ে তেলের উপর ঘষুন। লেবুর অ্যাসিড ও ডিশওয়াশার তেল দূর করতে সহায়ক। ভেজা কাপড় দিয়ে পুরো চিৃনি পরিষ্কার করে নিন।

Link copied!