• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

রোদ থেকে বাঁচাবে কোন রঙের ছাতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৩:০৫ পিএম
রোদ থেকে বাঁচাবে কোন রঙের ছাতা

কাঠফাটা এই গরমে রোদের তীব্রতা থেকে বাঁচতে অবশ্যই ছাতা ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মি চামড়ায় লাগলে ত্বকে ক্যানসার পর্যন্ত হতে পারে। এ ছাড়া দেখা দিতে পারে আরও নানা অসুখ।

এর পাশাপাশি অত্যধিক রোদ লাগলে হিটস্ট্রোকসহ বিভিন্ন সমস্যা হতে পারে। তাই গরমে সুস্থ থাকতে বাইরে বের হলেই সঙ্গে ছাতা রাখুন। তবে কোন রঙের ছাতা বেশি উপকারী চলুন জেনে নিই—

সব রঙের ছাতা রোদ আটকাতে সমানভাবে কার্যকর নয়। ছাতার রঙের ওপর অনেকটাই নির্ভর করছে, রোদ থেকে কতটা আড়ালে থাকবে ত্বক। সে ক্ষেত্রে এই গরমে সূর্যের তাপ থেকে আপনার শরীরকে রক্ষা করতে কালো রঙের ছাতা বেছে নিতে হবে। কারণ, কালো রঙের ছাতা সবচেয়ে বেশি সূর্যের রশ্মি শুষে নিতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে শরীরকে রক্ষা করতে তাই কালো রঙের ছাতা ব্যবহার করুন। যদি কালো রঙের ছাতা না পান তাহলে নীল কিংবা বাদামি রঙের ছাতাও কিনতে পারেন।

তবে গরমে বাইরে বের হওয়ার সময় সাদা রঙের ছাতা কিংবা হালকা রঙের ছাতা ব্যবহার করা একেবারেই সঠিক নয়। বরং কালো রঙের ছাতা ব্যবহারেই বেশি স্বস্তি পাবেন গরমে।

Link copied!