• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

কার প্রেমে পড়েছেন ‘মা’ ধারাবাহিকের সেই ঝিলিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৩:০৬ পিএম
কার প্রেমে পড়েছেন ‘মা’ ধারাবাহিকের সেই ঝিলিক
তিথি বসু

‘মা’ ধারাবাহিকে ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া তিথি বসু প্রেমে পড়েছেন। স্টার জলসার ধারাবাহিকটি ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকের মধ্যেও জনপ্রিয় ছিল।

তিথি বসুর প্রেমের খবর দিয়েছে আনন্দবাজার ডটকম। শুভজিৎ চক্রবর্তী নামের এক তরুণের সঙ্গে প্রেম করছেন তিনি। প্রেমিকের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিথি। তবে প্রেমিকের মুখ প্রকাশ্যে আনতে চান না। ছবিতে প্রেমিকের মুখে স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন।

অভিনয় থেকেও অনেকটা দূরে রয়েছেন তিথি। নিয়মিত ভ্লগিং করেন তিনি। তিথি বললেন, ‘আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দুজনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই পোস্ট করলাম। এ রকম ভ্লগিং করতে গিয়েই দেখা আমাদের। একটি সংস্থা আমায় ভ্লগিংয়ের জন্য নিয়ে গিয়েছিল। সেখানেই শুভজিতের সঙ্গে আমার দেখা। বাকি কাজটা ওই করে দিয়েছিল।’

প্রেমিক শুভজিৎ চক্রবর্তী অন্য পেশার মানুষ। এত দিন চাকরি করতেন। এখন নিজের ব্যবসা শুরু করেছেন। আর তিথির সঙ্গে ভ্লগিংয়েও অনেক সময় সাহায্য করেন। দুজন একসঙ্গে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন। তবে বিয়ের বিষয়ে এখনো খোলাসা করেননি তিথি।

Tollywood actress Tithi Basu shared a picture with her new boyfriend :  2025-08-02 | Aajkaal Bengali News, Bangla News, Breaking News in Bengali

এর আগেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে সম্পর্কটা ভেঙে গেছে। সেই সম্পর্ক চুকেবুকে যাওয়ার তিন বছর পর নতুন সম্পর্কের খবর দিলেন তিনি।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় ‘মা’ ধারাবাহিকটির শুটিং শুরু করেছিলেন তিথি। ঝিলিকের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তিথি। ২০১৪ সালে ধারাবাহিকটির প্রচার শেষ হয়েছে।

Link copied!