• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

‘মা’ সিরিয়ালের সেই ঝিলিকের প্রেমের খবর এলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৭:৩৭ পিএম
‘মা’ সিরিয়ালের সেই ঝিলিকের প্রেমের খবর এলো

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু। ‘মা’ ধারাবাহিকে ‘ঝিলিক’ চরিত্রে অভিনয়ের সুবাদে ঝিলিক নামেই সবাই চেনে তাকে। সেই তিথি বসুর প্রেমের খবর এলো এবার। 

শুভজিৎ চক্রবর্তী নামে এক তরুণের সঙ্গে প্রেম করছেন তিথি। প্রেমিকের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তবে প্রেমিকের মুখ দেখাননি। প্রেমিকের মুখে স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন তিনি।

তিথি বললেন, ‘আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দুজনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই পোস্ট করলাম। এ রকম ভ্লগিং করতে গিয়েই দেখা আমাদের। একটি সংস্থা আমায় ভ্লগিংয়ের জন্য নিয়ে গিয়েছিল। সেখানেই শুভজিতের সঙ্গে আমার দেখা। বাকি কাজটা ওই করে দিয়েছিল।’

প্রেমিক শুভজিৎ চক্রবর্তী অন্য পেশার মানুষ। এত দিন চাকরি করতেন। এখন নিজের ব্যবসা শুরু করেছেন। আর তিথির সঙ্গে ভ্লগিংয়েও অনেক সময় সাহায্য করেন। দুজন একসঙ্গে বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন। তবে বিয়ের বিষয়ে এখনো খোলাসা করেননি তিথি।

Link copied!