চট্টগ্রামে মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার ঘটনায় সালিস বৈঠকে বাবা ফখরুল ইসলামকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এদিকে শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
নিহত কিশোরীর বাবা ফখরুল ইসলাম চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড আমতলী সন্দ্বীপ কলোনির ফয়জল মাওলার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফখরুলের মেয়েকে ওই এলাকার রিফাত ও তার সহযোগীরা জোরপূর্বক তুলে নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়। সেখানে রিফাত জোরপূর্বক তাকে বিয়ের রেজিস্টারে স্বাক্ষর করিয়ে নেয়। এদিকে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার দিন রাতেই হাটহাজারী মডেল থানায় জিডি করেন ফখরুল। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
সূত্রে আরও জানা যায়, গত শুক্রবার রাতে এ দ্বন্দ্ব সমাধানে সন্দ্বীপ কলোনির আমতলী এলাকায় সালিশ বৈঠক বসে। একপর্যায়ে ছেলেপক্ষ ও মেয়েপক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এ সময় ফখরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় শনিবার রাতে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।