• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

চুলের যত্নে আলুর রস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১১:৩৯ এএম
চুলের যত্নে আলুর রস

চুল নিয়ে চিন্তায় থাকেন না, এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। অনেক ঘন এবং লম্বা চুলের অধিকারী যেমন চুল নিয়ে ভাবনার সাগরে ডুবে থাকেন, তেমনি চুল কমে আসছে অথবা টাক পড়ে গেছে যাদের, তাদের কথা তো আর বলার অপেক্ষাই রাখে না। চুলের যত্নে তাই নানা রকম কসরত করতেও দেখা যায়। ডিমের সাদা অংশ, পেঁয়াজের রস কিংবা চায়ের পানি। আজ তাহলে জানা যাক আলুর রসে লুকিয়ে থাকা চুলের জাদু।

চুলের যত্নে আলুর রসে যা যা থাকে

  • তেলের মতো করে চুলে আলুর রস লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে অপেক্ষা করুন আধা ঘণ্টা। ধুয়ে ফেলুন কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে।
  • অর্ধেকটি আলু রস করে নিন। এবার ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • একটি ছোট সাইজের আলু ও একটি ছোট সাইজের পেঁয়াজ রস করে একসঙ্গে মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ৩টি আলু রস করে নিন। একটি ডিমের কুসুম ও ১ চা-চামচ মধু মিশিয়ে নিন আলুর রসের সঙ্গে। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন।
  • ১০০ মিলিলিটার আলুর রসের সঙ্গে ৫০ মিলিলিটার টমেটোর রস একসঙ্গে মিলিয়ে প্যাক বানিয়ে চুলে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে গোলাপজল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের রুক্ষতা দূর হবে।
  • ৫০ মিলিলিটার আলুর রসের সঙ্গে ১০ মিলিলিটার নারিকেল তেল ও পাঁচ মিলিলিটার অলিভ অয়েল মিশিয়ে চুল ও মাথার তালুতে লাগান। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ১৫ মিনিট মাথায় পেঁচিয়ে রাখুন। এবার হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল পড়া অনেকটা কমে যাবে।
  • শ্যাম্পু করার পর পানির বদলে আলুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। তিন সপ্তাহ এভাবে আলুর রস দিয়ে চুল ধোয়ার পর দেখবেন, আপনার চুল নরম ও মসৃণ হবে।
  • ৫০ মিলিলিটার আলুর রসের সঙ্গে নয় মিলিলিটার অ্যালোভেরার রস মিশিয়ে চুলে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। 
  • চাল ধোয়া পানির সঙ্গে আলুর রস মিশিয়ে চুলে মাখুন। এই মিশ্রণ চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে। 

       তাহলে চুলের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত আলুর রস লাগান।

Link copied!