ঈদের সময় নিজেকে সুন্দর লুকে আনতে চান সবাই। অকালে পেকে যাওয়া চুল লুকানোর সবচেয়ে ভালো উপায় হলো প্রাকৃতিকভাবে রঙ করা। আপনার চুলও দেখতে সুন্দর লাগবে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া উপায়ে রং করতে জানলে। চলুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি ঘরোয়া উপায়-
কফি
কড়া করে এককাপ কফি বানিয়ে এরপর সেটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে সেই কফির মিশ্রণ আপনার চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এরপর এভাবেই অপেক্ষা করুণ অন্তত এক ঘণ্টা। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। কফি আপনার চুলকে উজ্জ্বল গাঢ় বাদামি রঙ দিতে পারে। এতে আপনার লুকেও নতুনত্ব আসবে।
মেহেদি
গরম পানিতে মেহেদির গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই মিশ্রণ চুলে লাগিয়ে এবং কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মেহেদির ব্যবহারে আপনার চুলে লাল-কমলা রঙের আভা তৈরি হবে। এছাড়া এর পুষ্টিগুণ তো চুলে পৌঁছাবেই।
ক্যামোমাইল
এককাপ ক্যামোমাইল চা তৈরি করুন। জ্বাল দেওয়া হলে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। এরপর চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। ক্যামোমাইল আপনার চুলে হালকা সোনালি রঙ এনে দিতে পারে।
গাজরের রস
কয়েকটি গাজর সেদ্ধ করে নিন। এবার গাজরের টুকরাগুলো তুলে ফেলে এর রস ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে সেই রস চুলে লাগিয়ে এক ঘণ্টার মতো রেখে দিন। এরপর দিয়ে ধুয়ে ফেলুন। গাজরের রস আপনার চুলে লাল-কমলা রঙ এনে দিতে পারে।
বিটের রস
কয়েকটি বিট সিদ্ধ করে রস ঠান্ডা হতে দিন। এরপর সেই রস চুলে লাগিয়ে এক ঘণ্টার মতো রেখে দিন। ঘণ্টাখানেক পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। বিটের রস আপনার চুলকে লালচে-বেগুনি আভা দিতে সাহায্য করবে। আপনার চুলের এই রঙ অনেকেরই নজর কাড়বে।
নীল
গরম পানির সঙ্গে নীল গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর ঠান্ডা করে আপনার চুলে লাগিয়ে নিন। অপেক্ষা করতে হবে ২-৩ ঘণ্টা। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার চুলো গাঢ় নীল-কালো রঙের আভা এনে দেবে।
লেবুর রস
চুলে লেবুর রস ব্যবহারের কিছু উপকারিতা আছে। সেইসঙ্গে এটি চুলে রং করতেও কাজ করে। একটি লেবুর রস বের করে চুলে লাগিয়ে নিন। এরপর কয়েক ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রসের ব্যবহারে আপনার চুল হালকা সোনালি হয়ে উঠবে।