• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ঈদের আগে বাড়িতে যেভাবে ভ্রু শেপ করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০২:১৫ পিএম
ঈদের আগে বাড়িতে যেভাবে ভ্রু শেপ করবেন

মেকআপ করতে গেলেই ভ্রুকে সুন্দরভাবে এঁকে নিতে হয়। কিন্তু ভ্রু যদি শেপ করা না থাকে তাহলে তা এঁকেও সুন্দর করা যায় না। তাইতো কোনো উৎবের আগে ভ্রুকে শেপ করে নিতে পার্লারে ছুটে যেতে হচ্ছে। ঈদের আগেও ব্যতিক্রম নয়। কেনাকাটা শেষেই পার্লারে ভিড় জমবে সবার। ভ্রু প্লাকসহ কত ধরণের রূপচর্চা হবে সেখানে। এই সময় পার্লারে ভিড়ও বাড়ে। পার্লারে বেশ সময় নিয়েই যেতে হয়। আপনার যদি পার্লারে যাওয়ার সময় না হয় তবে ঘরে বসেই ভ্রু শেপ করে নিতে পারেন। আবার যাদের পার্লারে গিয়ে থ্রেডিং করার অভ্যাস নেই তারা ভ্রুর নিচের অংশে থাকা ছোট লোম বাড়িতেই তুলে নিতে পারেন। বাড়িতেই সহজে ভ্রু শেপ ঠিক করার কয়েকটি কৌশল জেনে নিন। তবে এর জন্য কিছু জিনিস সঙ্গে নিতে হবে। যেমন

• টুইজার
• স্পুলি ব্রাশ
• ছোট কাঁচি
• আইভ্রু পেন্সিল
• ছোট আয়না

যেভাবে ভ্রু শেপ করবেন

প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। গোসল করার পর ভ্রু প্লাক করা ভালো। কারণ এ সময় লোমের গোড়ালি নরম থাকে। এতে আপনি প্লাক করার সময় ব্যথা কম পাবেন। ভ্রু শেপ করার আগে নিজের মুখের ধরণ বুঝে নিতে হবে। মুখের ধরণের সঙ্গে মানানসই হবে এমনভাবে ভ্রু শেপ করুন।

ভ্রুর আকার অনুযায়ী আইভ্রু পেনসিল দিয়ে আউট-লাইন মার্ক করুন। এবার স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে রোমগুলোকে আঁচড়ে নিতে হবে। ওপর দিক থেকে কাটা শুরু করুন। রোম কেটে ছোট করে নিন। এরপর টুইজার দিয়ে অতিরিক্ত লোম তুলে নিন। যে ডিরেকশনে চুল গজায় সে দিকে চুলগুলো টুইজ করুন। অনেকগুলো চুল একসাথে নেবেন না। অল্প অল্প করে ভ্রু প্লাক করুন। আগে ভ্রুর নিচের দিকের অংশ তারপর ওউপরের দিকে সব শেষে ২টি ভ্রুর মাঝের অংশ প্লাক করুন।

ভ্রুর মাঝে কোনো ফাঁকা থাকলে তা আইভ্রু পেনসিল দিয়ে ভরাট করে নিন। ভ্রুর রঙের সঙ্গে মানানসই আইভ্রু পেনসিল ব্যবহার করুন।

Link copied!