বৃষ্টির দিনে যেভাবে সাজাতে পারেন খাবার টেবিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ০১:৩৪ পিএম
বৃষ্টির দিনে যেভাবে সাজাতে পারেন খাবার টেবিল

বৃষ্টির দিনে বাইরে খেতে যাওয়া খুব কমই হয়। বরং বাইরে থেকে খাবার এনে প্রিয় ডাইনিং এ বসে খাওয়াটাই বেশ উপভোগ্য করে তোলা যায়। যদি ডাইনিং টেবিল হয় সেইরকম নান্দনিক ও সুন্দর তবেই পাওয়া যাবে আনন্দ। চলুন জেনে নেওয়া যাক এ সময় কীভাবে সাজাবেন আপনার খাবার টেবিল- 

গাছ বা ফুল
বর্ষার সময় সবুজ যোগ করতে পারলে ঘরেই চলে আসবে একটুকরা প্রকৃতি। খাবার টেবিলেও থাকতে পারে সেই আমেজ। যারা খাবার টেবিলের ওপর কাঠের পরিবর্তে কাচ ব্যবহার করেন, তারা টেবিলের নিচে সেমি বক্সে নানা রকম কৃত্রিম ফুল ও ফল দিয়ে সাজাতে পারেন। সেক্ষেত্রে টেবিলের ওপর কিছু না রাখলেও চলবে।

টেবিল ক্লথ
টেবিল ক্লথ বা টেবিলের ওপর বিছানো কাপড় সুতি, প্লাস্টিক ও রাবারের হয়ে থাকে। বিভিন্ন রঙের ক্লথে ফুল, ফল ও প্রিন্টের নকশা করা থাকে। টেবিলের ধরন অনুযায়ী আপনি টেবিল ক্লথ কিনতে পারবেন।

গ্লাস ঢাকনা
কাঠ, চাঁচ, কাচ ও ফাইবারের গ্লাস ঢাকনা পাওয়া যায়। গ্লাস ঢাকনাগুলো ছোট ও বড় আকারের হয়ে থাকে। বিভিন্ন রঙের ফুল, ফল, পাখিসহ নানা ডিজাইনের গ্লাস ঢাকনা কিনতে পারেন।

চামচ স্ট্যান্ড
চামচ সেটের সঙ্গেই স্ট্যান্ড পাওয়া যায়। এছাড়া স্টিলের স্ট্যান্ড, কাঠের স্ট্যান্ড চামচ রাখার জন্য কিনে নিতে পারেন।

গ্লাস স্ট্যান্ড
গ্লাস স্ট্যান্ড স্টিল, প্লাস্টিক ও কাঠের হয়ে থাকে। গ্লাস স্ট্যান্ডগুলোতে ছয়টি ও ১২টি গ্লাস রাখা যায়। প্লাস্টিক ও কাঠের স্ট্যান্ডগুলো বিভিন্ন রঙের হয়।

ফুলদানি
টেবিলের মাঝখানে একটি ফুলদানি রাখতে পারেন। টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করতে ফুলদানিতে রাখতে পারেন কিছু তাজা ফুল। মাটি, কাচ, ক্রিস্টাল ইত্যাদির ফুলদানিও রাখা যায়।

Link copied!