কথায় অনেক কিছু জয় করা যায়..আবার কথা দিয়ে শত্রু বানাতেও সময় লাগে না। যদি তা হয় কটু কথা। তবে বন্ধুর চেয়ে শত্রুই বেশি হবে বৈকি। কারো সঙ্গে তর্ক, ঝগড়া, কথা কাটাকাটি তো হতেই পারে। কিন্তু গালাগালি, মারামারি হলে তো বিরাট ঝামেলা বাঁধবেই। সেই ঝামেলা এড়াতেই নতুন ব্যবস্থা হয়েছে জরিমানা। হ্যা, কাউকে গালি দিলেই জরিমানা হবে। সম্প্রতি এমনই নিয়ম চালু করেছে ভারতের মহারাষ্ট্রের অহল্যানগর জেলার সৌন্ডালা গ্রামটি।
জানা যায়, সম্মানহানি ও মনোকষ্ট দিয়ে যদি কেউ কাউকে গালি দেয় তবে তার জরিমানা হবে। অভিযুক্ত ব্যক্তিকে গালি দেওয়ার অপরাধে ৫০০ রুপি গুণতে হবে। সম্প্রতি গালাগাল নিয়ন্ত্রণ করতে এবং শান্তি বজায় রাখতে এমনই শপথ গ্রহণ করেছে গ্রাম সভা।
গ্রামপ্রধান জানান, গালির শব্দে মা-বোনদের নিয়ে কটুক্তি থাকে। যা মেয়েদের জন্য অসম্মানজনক। তাই গালি নিষিদ্ধ করা হয়েছে। গালি দিলেই ৫০০রুপি জরিমানা করা হবে।
শুধু তাই নয়, এই গ্রাম সভা বিধবাদেরকে মর্যাদা ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। কারণ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী হয়ে বিধবা নারীকে সমাজচ্যুত করে রাখা হতো এই গ্রামে। সেই ধারণা থেকে বেরিয়ে এসে বিধবা নারীদের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমমর্যাদা দেওয়া হবে। গ্রহণ করা হবে।
গ্রামপ্রধান জানান, স্বামীর মৃত্যুর পর নারীদের সিঁদুর মুছে ফেলা হতো। মঙ্গলসূত্র খুলে ফেলা হতো। হাতে চুড়ি ভেঙে দেওয়া হতো। তাদের সমাজ থেকে আলাদা করে রাখা হতে। কিন্তু এখন থেকে বিধরা নারীরা অন্য নারীদের মতোই সমমর্যাদা পাবে। স্বামীর মৃত্যুর পরও তারা স্বাভাবিক জীবনযাপন করবেন।
সূত্র: এনডিটিভি