• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ঋতু বদলে ত্বকের যত্ন নেবে যে স্ক্রাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৮:২১ পিএম
ঋতু বদলে ত্বকের যত্ন নেবে যে স্ক্রাব

মৌসুমের পরিবর্তন হচ্ছে। সঙ্গে পাল্টে যাচ্ছে জীবনযাত্রাও। রোদের তীব্রতা পেরিয়ে শীতের দিকে এগোচ্ছে আবহাওয়া। এই সময় বাতাসে আর্দ্রতা কমে যায়। যার প্রভাব পড়ে ত্বকেও। ত্বক খসখসে হয়ে যাওয়া, র‍্যাশ হওয়ার মতো সমস্যা দেখা যায়। তাই এই সময় ত্বকের বাড়তি যত্ন নিতে হবে। এখন থেকেই নিয়মিত পরিচর্যা করলে ত্বকের এমন সমস্যা দূরে থাকবে। পার্লারে না গিয়ে ঘরেই স্ক্রাব বানিয়ে নিয়মিত পরিচর্যা করতে পারেন। যা বানাতে ঘরোয়া কিছু উপাদানই যথেষ্ট। 

ঋতু পরিবর্তনের সময় ত্বকের শুষ্কতা দূর করতে ঘরোয়া এই স্ক্রাবটি বেশ উপকারী। যা বানানো যাবে সহজ কিছু উপাদান দিয়েই। স্ক্রাবটি বানাতে এক টেবিল চামচ বেসন, এক চা চামচ চন্দনের গুঁড়ো ও এক টেবিল চামচ দুধের মাঠা নিন। এর সঙ্গে পাঁচ ফোঁটা লেবুর রস, এক চা চামচ মধু, ভিটামিন ই ক্যাপসুল, সামান্য হলুদ গুঁড়ো ও এক চা চামচ গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ, ঘাড়, হাতে লাগিয়ে নিন। ৩০ মিনিট রাখুন। হালকা শুকিয়ে এলেই বৃত্তাকার ভাবে আঙুল দিয়ে আলতো ঘষে নিন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ত্বকের শুষ্কতা দূর করার সঙ্গে সঙ্গে এটি উজ্জ্বলতাও বাড়িয়ে দিবে। কারণ বেসন ত্বকের মৃত কোষ দূর করবে। আর চন্দন ত্বককে উজ্জ্বল করবে। এছাড়াও দুধের ক্রিম, মধু এবং গোলাপ জল ত্বককে ময়েশ্চারাইজ করবে। হলুদ ও ভিটামিন-ই ক্যাপসুল ক্ষতিগ্রস্ত ত্বকের কোষগুলো মেরামত করবে। তাই ত্বকের শুষ্কতা দূর হয়ে নরম ও মসৃণ হবে। 

এই স্ক্রাবটি ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিস্কার করে নিবেন। পুরো মুখে মিশ্রণটি লাগালেও চোখ ও ও ঠোঁটের অংশে লাগাবেন না। আঙুল দিয়ে আলতো করে ঘষবেন। চুলে এই মিশ্রণটি যেন না লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। 

ত্বকের শুষ্কতা দূর করতে এই স্ক্রাবটি বেশ কার্যকর। তবে মুখে ব্রণ বা ফুসকুড়ি থাকা অবস্থায় এই স্ক্রাবটি ব্যবহার করা যাবে না।

Link copied!