• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বাখরাবাদ গ্যাসের একাধিক পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৬:৪৮ পিএম
বাখরাবাদ গ্যাসের একাধিক পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
ছবিঃ সংগৃহীত

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) সাধারণ এবং অর্থ ও হিসাব ক্যাডারের একাধিক পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একইসঙ্গে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিডিসিএলের সাধারণ এবং অর্থ ও হিসাব ক্যাডারের একাধিক পদের লিখিত পরীক্ষা গত ৮ মার্চ অনুষ্ঠিত হয়। এতে চার ক্যাটাগরির পদে মোট ২৪০ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ এপ্রিল শুরু হবে। চলবে আগামী ৯ মে পর্যন্ত। লিয়াজোঁ অফিস, বিজিডিসিএল, পেট্রোসেন্টার (লেভেল-১০), ৩ কারওয়ান বাজার, ঢাকায় এই পরীক্ষা নেওয়া হবে।

নবম গ্রেডের সহকারী ব্যবস্থাপক (হিসাব/রাজস্ব/নিরীক্ষা) পদের মৌখিক পরীক্ষা ২৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।

দশম গ্রেডের সহকারী কর্মকর্তা (হিসাব/রাজস্ব/নিরীক্ষা) পদের মৌখিক পরীক্ষা ২৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। দশম গ্রেডের সহকারী কর্মকর্তা (সাধারণ) পদের মৌখিক পরীক্ষা ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

নবম গ্রেডের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদের মৌখিক পরীক্ষা ৪ থেকে ৯ মে পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীকে নতুন/পৃথকভাবে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। এর আগে লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপিসহ মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। এ–সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্যের জন্য বিজিডিসিএলের ওয়েবসাইট ভিজিটের নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!