• ঢাকা
  • বুধবার, ২২ মে, ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১,

সাত ব্যাংকের ২৪১৬ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৪ মে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৪, ০৩:৪০ পিএম
সাত ব্যাংকের ২৪১৬ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৪ মে
ছবিঃ সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকে ২০২১ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’ এর ২ হাজার ৪১৬টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম গ্রেডের অফিসার (ক্যাশ)/অফিসার টেলর পদের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) আগামী ২৪ মে শুক্রবার এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের ১২ জানুয়ারি এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই পদের জব আইডি–১০১৮৩। মোট পদের সংখ্যা ২ হাজার ৪১৬টি।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকের মাধ্যমে প্রকাশ করা হবে।

এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

Link copied!