• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ওয়াকিটকি রাখার মামলায় সু চির জেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ১২:০০ পিএম
ওয়াকিটকি রাখার মামলায় সু চির জেল

ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চিকে লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখাসহ একাধিক অভিযোগে চার বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের একটি আদালত। সেনাবাহিনীর দায়ের করা মামলায় সোমবার ক্ষমতাচ্যুত নেত্রীর এই সাজা হয়।

ওয়াকিটকি কিনে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের জন্য আদালত সু চিকে দুই বছরের কারাদণ্ড দেয়। এছাড়া অবৈধভাবে সিগন্যাল জ্যামার রাখার জন্য এক বছরের কারাদণ্ড দিয়েছে।

দুই অপরাধের সাজা একযোগে চলবে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া নির্বাচনী প্রচারের সময় করোনাবিধি তথা প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে আরেক মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শান্তিতে নোবেলজয়ী ৭৬ বছর বয়সী নেত্রী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। যার সম্মিলিত সাজায় তার সর্বোচ্চ ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

গত বছরের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সু চির সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এর পর থেকেই মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ আর অস্থিরতা চলছে। বিক্ষোভকারীদের ওপর সামরিক শাসকের অত্যাচার আর রাজনৈতিক সংস্কার নিয়ে আন্তর্জাতিক মহলও উদ্বেগ জানিয়েছে।

Link copied!