• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মার্কিন নারী মুসলিম বিচারপতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৪:০৪ পিএম
বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মার্কিন নারী মুসলিম বিচারপতি

ফেডারেল বিচারপতি হিসেবে আরও আটজনকে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের এক বিবৃতির বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।

এই তালিকায় প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন দেশটির প্রথম নারী মুসলিম বিচারপতি।

হোয়াইট হাউজের বিবৃতিতে জানা গেছে, ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিউইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদে কাজ করেছেন নুসরাত। ২০১৬ সাথে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম-এর সিনিয়র স্টাফ অ্যাটর্নি হিসেবে।

২০১৮ সাথে ২০২০ সাল পর্যন্ত তিনি ছিলেন বর্ণবাদ নিরসনে প্রতিষ্ঠিত রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম-এর ডেপুটি ডিরেক্টর। ২০২০ সাল পর্যন্ত ইলিনয় অঙ্গরাজ্যের সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন নুসরাত।

নুসরাত জাহান চৌধুরী যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুলে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। এছাড়াও প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন তিনি।

প্রেসিডেন্টের মনোনয়ন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ পাশ হলে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টের বিচারকার্য পরিচালনা করবেন নুসরাত জাহান চৌধুরী। নতুন মনোনয়ন পাওয়া ফেডারেল বিচারপতিদের সবাই অসাধারণ যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ এবং আইনের শাসন ও সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউজ।

Link copied!