যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। দেশটিতে দুইজনের শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের আশঙ্কায় এবং এটি মোকাবিলায় সতর্ক অবস্থানে যাচ্ছে যুক্তরাজ্য।
বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সংবাদ সম্মেলন করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি করোনার নতুন ধরন মোকাবিলায় দেশটির গণপরিবহন ও দোকানগুলোতে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ দেন। এছাড়াও টিকার পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিদেরও যুক্তরাজ্যে প্রবেশের সময় পিসিআর টেস্টে করোনা পরীক্ষা করানো হবে বলে জানান।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, "করোনা নতুন ধরনটি আরও ভয়াবহ হতে পারে। এটি রোধ করতে হবে। সীমান্তে বিধিনিষেধ জারি করা হয়েছে।এতে নতুন ধরন সংক্রমণে কিছুটা বিলম্বে আসতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরতে হবে।"
নতুন এই বিধিনিষেধগুলো সাময়িক সময়ের জন্য় দেওয়া হয়েছে এবং সতর্কতার জন্য়ই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
বরিস জনসন বলেন, "তিন সপ্তাহের মধ্যে বিধিনিষেধের বিষয়ে আবারও সিদ্ধান্ত হবে। কারণ এ সময়ের মধ্যে করোনা টিকার ‘কার্যকারিতা’ নিয়ে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ না হলে বিধিনিষেধ শিথিল হবে।"