• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইরানের নিরাপত্তা সংস্থায় ইসরায়েলের গুপ্তচর!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৯:৫৫ এএম
ইরানের নিরাপত্তা সংস্থায় ইসরায়েলের গুপ্তচর!

ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভল্যুশন গার্ড কোরের (আইআরজিসি) ভেতর ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের অনুগত লোক রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি জানায়, ২০২০ সালে দেশটির পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের হত্যাকাণ্ডের পর থেকে এই ধারণা জোরদার হয়েছে।

২০২০ সালের নভেম্বরে তেহরানে ফখরিজাদের গাড়িবহরের ওপর অতর্কিত হামলা হয়। সে সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত মেশিনগান দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এতে ইসরায়েলের সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে।

এই নিখুঁত হত্যাকাণ্ডের পর সম্প্রতি ইরানের নিরাপত্তা গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলাভি দাবি করেন, মোহসেন ফখরিজাদের হত্যার ষড়যন্ত্রের ব্যাপারে দুই মাস আগেই নিরাপত্তা বাহিনীগুলোকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। এমনকি ষড়যন্ত্রকারী সশস্ত্র বাহিনী আইআরজিসির একজন সদস্য বলেও উল্লেখ করেছিলেন তিনি।

আলভির দাবি অনুযায়ী রাষ্ট্রীয় বাহিনীতে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের অনুগতরাই এই হামলার সঙ্গে জড়িত বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বিদেশি রাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানে আটক হয়েছে আইআরজিসির কয়েকজন সদস্য।

জেলখানার সূত্রে বিবিসিকে জানিয়েছে, সেখানে আইআরজিসির উচ্চপর্যায়ের কমান্ডারদেরও আটকে রাখা হয়েছে। বিদেশি গুপ্ত সংস্থাগুলোর কাছে ইরানের কয়েকজন রাষ্ট্রদূত ও আইআরজিসি কমান্ডের ব্যাপারেও অনেক তথ্য আছে বলে জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা।

Link copied!