• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

আফগানিস্তানে তালেবানবিরোধী বিক্ষোভ, নিহত ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৮:০৮ পিএম
আফগানিস্তানে তালেবানবিরোধী বিক্ষোভ, নিহত ২

রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার তিন দিন পর বুধবার (১৮ আগস্ট) আফগানিস্তানের কয়েকটি শহরে তালেবানবিরোধী বিক্ষোভ দেখা গেছে। বিবিসির খবরে বলা হয়, আফগানিস্তানের পতাকা নিয়েও অনেককে সড়কে স্লোগান দিতে যায়।

জালালাবাদ, কুনার এবং খোস্ত শহরে তালেবানবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে। তালেবানের নিয়ন্ত্রণে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যদিও এই বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়বে কিনা সে ব্যাপারে সন্দিহান স্থানীয় সাংবাদিকরা।

আল-জাজিরা জানায়, জালালাবাদ শহরে তালেবানের পতাকা নামিয়ে আফগানিস্তানের জাতীয় পতকা ওড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গোলাগুলিতে ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।

এছাড়াও আফগানিস্তানের তালেবানবিরোধী এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্জশির ভ্যালিতে সাবেক ভাইস প্রেসিডেন্ট ও দেশটির স্বঘোষিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর সমর্থনে মিছিল বের করতে দেখা যায়। নর্দার্ন এলায়েন্সের পতাকা উড়িয়েও তালেবানের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) আগের সরকারের অধীনে কর্মরত সব কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান নেতারা। সব সরকারি কর্মীদের তাদের নিজ নিজ পদে কাজে ফিরে যাওয়ারও আহ্বান জানায় তালেবান।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, “দেশের সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সুতরাং আপনারা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে যেতে পারেন।”

Link copied!