• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

যৌতুক দিতে না পারায় বিয়ে বাতিল, নারী চিকিৎসকের আত্মহত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০১:০০ পিএম
যৌতুক দিতে না পারায় বিয়ে বাতিল, নারী চিকিৎসকের আত্মহত্যা
যৌতুক দিতে না পারায় বিয়ে ভেঙে দেওয়ায় নারী চিকিৎসক আত্মহত্যা। ছবি: সংগৃহীত

ভারতের কেরালার থিরুভানাথাপুরামে যৌতুক দিতে না পারায় বিয়ে ভেঙে দেওয়ায় এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তার প্রেমিকের বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগ এনেছেন সেই নারী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

নারী চিকিৎসকের আত্মহত্যার বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ভেনা জর্জ।

শাহানা নামের ওই নারী চিকিৎসক স্থানীয় সরকারি মেডিকেলে সার্জারি বিভাগে স্নাতকোত্তর করছিলেন। মা ও দুই ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। দুই বছর আগে তার বাবার মৃত্যু হয়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, তার সহকর্মী এক চিকিৎসক রুয়াইসের সঙ্গে বেশ কিছু দিন সম্পর্ক ছিল। তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন।

শাহানার পরিবার বিয়েতে ৫০ লাখ রুপি, ৫০ ভরি স্বর্ণ ও একটি গাড়ি দিতে ইচ্ছুক ছিল। তবে রুয়াইসের পরিবার যৌতুক হিসেবে ১৫০ ভরি স্বর্ণ, ১৫ বিঘা জমি ও একটি বিএমডব্লিউ দাবি করেন। কিন্তু শাহানার পরিবারের পক্ষে এই দাবি পূরণ করা সম্ভব নয় বলে জানানো হয়। আর এতে রুয়াইসের পরিবার বিয়ে ভেঙে দেয়।

বিয়ে ভেঙে দেওয়ায় শাহানা বেশ হতাশ হয়ে পড়েন এবং আত্মহত্যা করেন। তার অ্যাপার্টমেন্ট থেকে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‌‘সবাই কেবল অর্থই চায়।’

Link copied!