• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ১১:৫৯ এএম
ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প

প্রায় তিন দশক আগে এক কলামিস্টকে নারীকে ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের আওতায় আনা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে এ তথ্য উঠে আসে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নিউইয়র্ক ফেডারেল আদালতে বিচারক নির্বাচন শুরু হওয়ার কথা।

অবশ্য ম্যানহাটানের একটি ডিপার্টমেন্ট স্টোরে ই জিন ক্যারল নামের নারীকে হেনস্তার কথা অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেন, অভিযোগকারী আলোচনা আসার জন্য এসব কাজ করছেন।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, যদিও এটি কোনো ফৌজদারি মামলা নয়, তবু ট্রাম্পের পরিণতি গুরুতর হতে পারে। যদি ক্যারল মামলায় জয়ী হন, তাহলে যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে শাস্তির আওতায় আসতে পারেন ট্রাম্প। এর আগে ৪ এপ্রিল ম্যানহাটানের আদালতে পুলিশ হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পরই তাকে মুক্ত করে দেওয়া হয়।

আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়তে চান ডোনাল্ড ট্রাম্প। 
 

Link copied!