• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সৌদি-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৩, ০২:৫৫ পিএম
সৌদি-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

সুদানে রক্তক্ষয়ী লড়াই বন্ধে ৭ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশটির সেনা ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। যুদ্ধবিরতি শুরু হবে ২২ মে সন্ধ্যা থেকে। সৌদি আরবের জেদ্দায় গতকাল শনিবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে আলোচনা শেষে যৌথ বিবৃতিতে এ খবর জানানো হয়।

রোববার (২১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খার্তুমে গতকাল বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। সশস্ত্র কয়েকজন কাতারের দূতাবাসে ভাঙচুর চালিয়েছে। মানবিক বিরতিতে সম্মত হওয়ার পরও সুদানে সেনাবাহিনী নিয়ন্ত্রণ বজায় রাখতে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিবৃতিতে আরও জানানো হয়, যুদ্ধবিরতি সাত দিনের জন্য কার্যকর থাকবে। উভয় পক্ষ সম্মত হলে এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে।

এর আগেও একাধিকবার যুদ্ধবিরতিতে গেলেও কোনো পক্ষই মেনে চলেনি। পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়। ফলে ভেস্তে যায় যুদ্ধবিরতি। তবে এবারের চুক্তিটি মার্কিন-সৌদি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

চুক্তিতে মানবিক সহায়তার কার্যক্রম, প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধার, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ স্থান থেকে বাহিনী প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উভয়পক্ষকে চুক্তি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপদ চলাফেরা, সরকারি চাকরিজীবীদের দায়িত্ব পালন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের পর থেকে জেনারেলদের একটি কাউন্সিল সুদান পরিচালনা করছে। মূলত কাউন্সিলের শীর্ষ দুই সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে বিরোধ তৈরি হয়। জেনারেল আল-বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান। সে কারণে তিনিই দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে দেশটির উপ-নেতা জেনারেল মোহামেদ হামদান দাগালো আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের কমান্ডার।

ক্ষমতা দখলকে কেন্দ্র করে গত ১৫ এপ্রিল সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তাঁর সাবেক উপপ্রধান মোহাম্মেদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক। গৃহহীন হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

Link copied!