• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

লেবাননে পেজার হামলার দায় স্বীকার করলেন নেতানিয়াহু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৯:০৪ এএম
লেবাননে পেজার হামলার দায় স্বীকার করলেন নেতানিয়াহু

অবশেষে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার বিস্ফোরণে অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (১০ নভেম্বর) ইসরায়েলি সরকারের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে পেজার বিস্ফোরণের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতে হিজবুল্লাহর যোদ্ধারা নিজেদের মধ্যে জরুরি বার্তা আদান-প্রদানের জন্য এই প্রযুক্তি ব্যবহার করে।

গত সেপ্টেম্বরে লেবাননে পেজার বিস্ফোরণে ৪০ জন ‍নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান।

এদিকে গাজা ও লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববার জাবালিয়াসহ অবরুদ্ধ উপত্যকাটির বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসব ঘটনায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থার দাবি, গাজায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

গাজার পাশাপাশি লেবাননেও বিমান হামলা ও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববারও দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে হামলা চালানো হয়। এদিনও নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

অন্যদিকে গাজা যুদ্ধের ৪০০তম দিনে শনিবার বন্দীমুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় নামেন হাজারো ইসরায়েলি। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে পদচ্যুত করা ও যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে কাতার সরে আসায় বন্দীমুক্তি নিয়ে উদ্বেগ জানান তারা। দীর্ঘ আলোচনার পরও যুদ্ধবিরতির চুক্তি না হওয়ায় নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলের সাধারণ মানুষ।

Link copied!