• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

আসামে মৃদু ভূমিকম্প অনুভূত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৯:০২ এএম
আসামে মৃদু ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি (সংগৃহীত)

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য আসামের মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ।

ভারতের আসাম রাজ্যের তেজপুর জেলায় এ ভূমিকম্পটি হয়। দেশটির ভূমিকম্পবিষয়ক জাতীয় সংস্থা (এনসিএস) জানায়, বুধবার ভোর ৫টা ৫৫ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। কম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পটি মৃদু মাত্রায় হলেও, এটি সেখানকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করে।

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠে আসাম রাজ্য। স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে রাজ্যের নগাঁও জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য নিশ্চিত করে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে, চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরে কয়েক দফায় বিভিন্ন মাত্রায় আসামে ভূমিকম্প অনুভূত হয়।

Link copied!