• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

ইবোলা সংক্রমণ ঠেকাতে উগান্ডার দুই জেলায় লকডাউন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৪:০২ পিএম
ইবোলা সংক্রমণ ঠেকাতে উগান্ডার দুই জেলায় লকডাউন

উগান্ডায় ইবোলা সংক্রমণ ঠেকাতে দুই জেলা লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি। পাশাপাশি জেলা দুটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

আল-জাজিরা জানায়, সেপ্টেম্বরের ২০ তারিখে প্রথম প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এখন পর্যন্ত ৫৮ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১৯ জন।

ঘোষণা অনুসারে, মুবেন্ডে ও কাসান্ডা জেলার প্রার্থণালয়, বাজার, বার এবং বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে ২১ দিন। এ সময় আসা-যাওয়া বন্ধ থাকবে জেলা দুটিতে।

টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে মুসেভেনি বলেন, “এখন থেকে মুবেন্ডে ও কাসান্ডা জেলায় আসা-যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনি যদি এই দুই জেলায় থেকে থাকেন তবে ২১ দিন সেখানেই থাকুন।”

তবে শুধু পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করতে পারবে জেলা দুটোতে। এছাড়া অন্যান্য সব যানবাহন যাতায়ত নিষিদ্ধ করা হয়েছে।

মুসেভিনি ১৯৮৬ সাল থেকে দেশটি শাসন করছেন।

Link copied!