ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) তৈরি করা চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ মূল মহাকাশযান থেকে আলাদা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ল্যান্ডারটি বিচ্ছিন্ন হওয়ার মাধ্যম ভারতের চন্দ্রাভিযানের শেষ পর্যায় শুরু হয়।
ইসরো জানিয়েছে, মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ল্যান্ডার বিক্রমের প্রাথমিক গন্তব্য হবে চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার ওপরের কক্ষপথ। সেখান থেকে ল্যান্ডারটিকে নামানো হবে চাঁদের মাটিতে।
চাঁদের দক্ষিণ মেরুতে এখন পর্যন্ত কোনো দেশ মহাকাশযান নামাতে পারেনি। ভারত সফল তা হবে নতুন মাইলফলক।
এনডিটিভির খবরে জানা যায়, ল্যান্ডার বিক্রম ২৩ আগস্ট চাঁদে অবতরণ করবে। তারপর ল্যান্ডারটির রোভার চাঁদের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহ করবে।
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে গত ১৪ জুলাই চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ হয়। চাঁদে মহাকাশযান পাঠানোর জন্য ইসরোর অভিযানগুলির মধ্যে এটি তৃতীয়। এর আগে দুই বার ইসরোর অভিযান ব্যর্থ হয়।