নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন কে পি শর্মা অলি। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কে পি শর্মা অলি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ২০১৫ সালে। এরপর ২০১৮ সালে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সবশেষ ২০২১ সালে দেশটির পার্লামেন্টে অস্থিরতার পরিপ্রেক্ষিতে অল্প সময়ের জন্য তাঁকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পুষ্প কমল দহলের সরকারের ওপর থেকে গত সপ্তাহে সমর্থন তুলে নেয় অন্যতম জোটসঙ্গী কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্ক্সিস্ট–লেনিনিস্ট)। দলটির নেতৃত্বে রয়েছেন কে পি শর্মা অলি।
এরপর প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সামনে দুটি বিকল্প ছিল– তাঁকে সরকারপ্রধানের পদ ছাড়তে হবে, অথবা পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুষ্প কমল দ্বিতীয় বিকল্প বেছে নিয়ে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার জোট সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে পি শর্মাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল।
নেপালে ২০০৮ সালে ১৩৯ বছরের রাজতন্ত্র অবসানের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ওই সময় থেকে এখন পর্যন্ত কে পি শর্মার নতুন সরকার হবে দেশটির ১৪তম সরকার।