লাহোরের পর বিস্ফোরণে কেঁপে উঠল করাচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০২:৫৬ পিএম
লাহোরের পর বিস্ফোরণে কেঁপে উঠল করাচি
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

পাকিস্তানের লাহোরের পর এবার টানা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের অন্যতম বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত করাচি। শহরের শরাফি গোঠ এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ( ৮ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম সামনা টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফার্স্ট পোস্ট।

ফার্স্ট পোস্টের তথ্যমতে, করাচির শরাফি গোঠ এলাকায় এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। নিরাপত্তা বাহিনী এই জায়গা থেকে কিছু ধাতব টুকরো উদ্ধার করেছে।

এর আগে ভারতের সার্জিকাল স্ট্রাইক অপারেশন সিঁদুরের পরদিন স্থানীয় শোমোয় বৃহস্পতিবার সকালে লাহোর একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠে। তার কয়েক ঘণ্টার মধ্যেই আবাড় বিস্ফোরণ হয় বন্দর শহর করাচির শরাফি গোঠের কাছে।

এ ছাড়া একই দিন সকালে লাহোরের ওয়ালটন এলাকার সামরিক ঘাঁটির কাছে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। তারপরেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয় এবং দেশের তিনটি বিমানবন্দর বন্ধ করে দেয় প্রশাসন।

Link copied!