• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০৯:৪৯ এএম
এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর তারা সিরিয়ায় ওপর আর্টিলারি হামলা শুরু করেছে। গাজা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরসহ একাধিক ফ্রন্টে সহিংসতা বাড়ার পর রোববার (৯ এপ্রিল) মধ্যরাতে এই আন্তঃসীমান্ত হামলার ঘটনা ঘটে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। যদিও এ হামলার বিষয়ে সিরিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি, সিরিয়ার ভূখণ্ড থেকে দুই রাউন্ড রকেট ছোড়া হয়েছে। প্রথমটিতে তিনটি রকেট ছিল, যার মধ্যে একটি রকেট ইসরায়েল-অধিভুক্ত গোলান মালভূমির একটি মাঠে আঘাত হানে। তবে নিক্ষিপ্ত এসব রকেটের কোনোটিতেই ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দ্বিতীয় রাউন্ডের উৎক্ষেপণেও তিনটি রকেট ছিল। এসব রকেট উত্তর ইসরায়েলের দিকে যায় এবং রকেট হামলার সতর্কতা হিসেবে সেখানে সাইরেন বাজায় কর্তৃপক্ষ।

লেবানন ভিত্তিক আল মায়াদিন টিভি জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড এ রকেট ছোড়ার দাবি করেছে।

এর আগে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর তাণ্ডবের প্রতিবাদে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে গাজা ও লেবানন। এরপরই ইসরায়েল সেনাবাহিনী লেবাননের অভ্যন্তরে ও গাজা উপত্যকায় ‘ফিলিস্তিনি হামাসকে’ লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ‘উত্তেজনা’ বৃদ্ধির পায়। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছিল, ‘আপাতত অভিযান’ শেষ হয়েছে। তারা নতুন করে আর হামলা চালাবে না।

কিন্তু ফিলিস্তিনে হামলা বন্ধ করলেও এবার রাতের আঁধারে সিরিয়ায় হামলা চালিয়েছে দেশটি।

মূলত ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর দুই দফায় হামলা চালানোর জেরে ইসরায়েলি ভূখণ্ডে সিরিয়া থেকে অস্বাভাবিক ভাবে এই রকেট নিক্ষেপের ঘটনা ঘটে।

Link copied!